নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে উড়ন্ত সূচনা পেয়েছিল হংকং। যদিও শেষ পর্যন্ত সেটা বয়ে নিয়ে যেতে পারেনি। তবুও লঙ্কানদের বিপক্ষে তারা দেড়শ ছুঁইছুঁই লড়াকু পুঁজি দাঁড় করিয়েছে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রানের পুঁজি দাঁড় করিয়েছে হংকং। জয়ের জন্য লঙ্কানদের প্রয়োজন ১৫০ রান। টসে হের ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় হংকংয়ের। ওপেনিং জুটি থেকেই আসে ২৯ বলে ৪১ রান। একদিন আগেই যেখানে লঙ্কান বোলারদের সামনে বাংলাদেশের ব্যাটাররা অসহায় ছিলেন, ঠিক সেখানেই এদিন লঙ্কান বোলারদের শাসন করেছে তারা। পাওয়ার-প্লের আগের ওভারে ওপেনার জিসান আলী ১৭ বলে ২৩ রান করে ফিরলে ভাঙে সেই জুটি। দ্বিতীয় উইকেটে জুটিতে অবশ্য কিছুটা মন্থর ছিল হংকং। তার ওপর ব্যর্থ হয়ে ফিরে যান দলটির সেরা ব্যাটার...