চট্টগ্রাম বন্দরে ৩৯ বছর পর নতুন মাশুল হার কার্যকর হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী তা গড়ে ৪১ শতাংশ বেড়েছে। এতে করে রপ্তানি খাত চাপে পড়বে বলে আশঙ্কা করছেন বন্দর ব্যবহারকারীরা। গত রোববার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে জারি করা সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে নতুন মাশুল কার্যকর হয়েছে। প্রজ্ঞাপন বিশ্লেষণে দেখা গেছে, প্রতিটি ২০ ফুট কনটেইনারে এখন গড়ে ৪ হাজার ৩৯৫ টাকা বাড়তি মাশুল দিতে হবে। আগে যেখানে গড়ে ১১ হাজার ৮৪৯ টাকা দিতে হতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৪৩ টাকা। অর্থাৎ খরচ বেড়েছে গড়ে ৩৭ শতাংশ। বন্দরের সেবা নেওয়ার জন্য এ মাশুল দিতে হবে বন্দর ব্যবহারকারীদের। গত ২৪ জুলাই বন্দরের জন্য প্রস্তাবিত নতুন মাশুল অনুমোদন করেছিল অর্থ মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা জানান, কনটেইনার ছাড়াও কনটেইনারবাহী জাহাজের সেবা নেওয়ার জন্য...