দুবাইয়ে এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ভারত-পাকিস্তান লড়াই শেষ হয়েছে মাঠের ভেতরের খেলা ছাড়িয়ে বাইরে বড় বিতর্কে। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি—সেদিকে সরাসরি কিছু না বললেও সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিলেন, সন্ত্রাসবাদ বন্ধ হওয়া জরুরি গোটা বিশ্বেই। “সবচেয়ে জরুরি হলো সন্ত্রাস বন্ধ হওয়া। শুধু ভারত বা পাকিস্তান নয়, পুরো বিশ্বেই থামাতে হবে সন্ত্রাস। খেলাধুলা থামতে পারে না, কিন্তু সন্ত্রাস থামানো চাই,” কলকাতায় নিজের নতুন এথনিক পোশাক ব্র্যান্ড ‘সৌরাগ্য’ উদ্বোধনে বললেন গাঙ্গুলি। পাহালগামে সন্ত্রাসী হামলার পর এই ম্যাচকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বয়কটের ডাক উঠেছিল, সমালোচিত হয়েছিল বিসিসিআইও। তবুও ম্যাচ মাঠে গড়ায়, আর সেখানে ভারত জেতে ৭ উইকেটে। তবে পোস্ট-ম্যাচ বিতর্কে আলোচনার কেন্দ্রবিন্দু হয় ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনা। পাকিস্তান একে ‘আনস্পোর্টিং’ বলে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছে।...