চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন বিতরণের দ্বিতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৪১ জন প্রার্থী। এ নিয়ে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৬৯ জন। সোমবার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সংসদের জন্য ৭১ জন, ছাত্র হল সংসদের জন্য ২৫ জন এবং ছাত্রী হল সংসদের জন্য ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এখন পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছেন ১৬৯ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৯১ জন, ছাত্র হলে ২৬ জন এবং ছাত্রী হলে ৪৬ জন। বিকাল সাড়ে ৪টার দিকে চাকসু ভবনের দ্বিতীয় তলায় চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষে এসব তথ্য জানান। নির্বাচন কমিশনার কার্যালয় সূত্র জানায়, কেন্দ্রীয় সংসদে ফরম তোলা ১৪১ জনের মধ্যে এখন পর্যন্ত সহসভাপতি পদে আট জন,...