ফুটবলে পায়ের জাদু ও অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পঞ্চম শ্রেণিতে পড়ুয়া বালক জিসানের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। তার পৃষ্ঠপোষকতা এবং লেখাপড়াসহ সব দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন বার্তা নিয়ে সোমবার জিসানদের বাড়িতে আসেন জাতীয় দলের সাবেক গোলকিপার আমিনুল ইসলাম। জানা গেছে, একান্ত শৈশব থেকেই মেসি ও ম্যারাডোনার খেলা দেখে ফুটবল খেলার প্রতি দারুণ আগ্রহ তৈরি হয় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের অটোরিকশাচালক জজ মিয়ার ছেলে জিসানের। অসাধারণ ফুটবল আসক্তির জন্য এক সময় মা-বাবার হাতে মারও খেয়েছে সে; কিন্তু কিছুতেই দমার ছেলে নয় জিসান। আর তাই দরিদ্র মা-বাবা একপর্যায়ে তাকে ফুটবল, বুট-জুতা-মৌজাসহ অন্য উপকরণ কিনে দেন। দরিদ্র মা-বাবার এমন আগ্রহেই শেষপর্যন্ত ফুটবলের বিস্ময় বালক হয়ে ওঠে বড়দের সঙ্গেও মাঠে দাপিয়ে বেড়ানো শুরু করে...