রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে কেফায়েত শাকিল নিজে থানায় গিয়ে সাধারণ ডায়েরির আবেদন করেন। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ আকন ডায়েরিটি তালিকাভুক্ত করে উপ-পরিদর্শক (এসআই) তালিম হোসেনকে তদন্তের নির্দেশ দেন। জিডি নম্বর: ৬৯৭। সাধারণ ডায়েরি (জিডি) আবেদনে কেফায়েত শাকিল অভিযোগ করেন, সম্প্রতি তার এলাকার বাসিন্দা সোনাগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করে। এ ঘটনায় নিন্দা জানিয়ে কেফায়েত শাকিল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করলে আইএস মেহেদী হাসান নামে এক ব্যক্তি সেই পোস্টের কমেন্টে কেফায়েত শাকিলের নাম মেনশন করে তার পৈতৃক বাড়িতেও অগ্নি সংযোগের হুমকি দেন। এছাড়া আবরার আব্দুল্লাহ দ্বীনের সৈনিক নামের অপর একটি ফেসবুক আইডি থেকে কেফায়েত শাকিল যুক্ত রয়েছেন এমন একাধিক সামাজিক সংগঠনের নাম উল্লেখ করে এসব...