এত কম বাস্তবায়নকে ‘ভালো লক্ষণ’ হিসেবে দেখছেন না পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার গত বছরের জুলাই ও আগস্টের চেয়ে পিছিয়ে রয়েছে। গত জুলাই-আগস্টে এডিপির অর্থ ব্যয় হয়েছে বরাদ্দের ২ দশমিক ৩৯ শতাংশ যা আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ছিল ২ দশমিক ৫৭ শতাংশ। সোমবার,(১৫ সেপ্টেম্বর ২০২৫) এডিপি বাস্তবায়নের সর্বশেষ তথ্য প্রকাশ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ- আইএমইডি। একক মাস হিসেবে গত আগস্টে আগের অর্থবছরের একই মাসের তুলনায় এডিপি বাস্তবায়নের হার বাড়লেও মূলত চলতি অর্থবছরের প্রথম মাসে কমে যাওয়ায় সার্বিক চিত্র এখনও কমই রয়েছে। এ অর্থবছরের জুলাইয়ে বরাদ্দের শূন্য দশমিক ৬৯ শতাংশ ব্যয় হয়েছে যা আগের অর্থবছরের একই মাসে ছিল ১ দশমিক ০৫ শতাংশ। এবার ‘কাটছাঁটের’ বাজেট...