জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ মেনে ‘স্বাধীন পরিসংখ্যান কমিশন’ গঠনের সুপারিশ দেয়নি পরিসংখ্যান সংক্রান্ত টাস্কফোর্স। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নাম বদলে ‘স্ট্যাটিস্টিকস বাংলাদেশ (স্ট্যাটবিডি)’ এবং প্রতিষ্ঠানপ্রধানের (বর্তমান ডিজি) পদ পরিবর্তন করে চিফ স্ট্যাটিসটিশিয়ান করাসহ অনেক সুপারিশ করা হয়। এতে একটি উপদেষ্টা কাউন্সিল গঠনের কথাও বলা হয়। সোমবার পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছে জমা দেওয়া খসড়া প্রতিবেদনে এসব সুপারিশ করে টাস্কফোর্স। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা উপদেষ্টার সম্মেলন কক্ষে আলোচনার পর খসড়াটি জমা দেন টাস্কফোর্সের প্রধান ড. হোসেন জিল্লুর রহমানের নেতৃত্বে অন্য সদস্যরা। প্রতিবেদন পাওয়ার পর ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, আমরা পরিসংখ্যার ব্যুরোকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে কাজ করছি। সব তথ্য মুক্ত করে দেওয়া হবে। জিডিপি, মূল্যস্ফীতিসহ বিভিন্ন তথ্য সরকারি অনুমোদন ছাড়াই পরিসংখ্যান ব্যুরো প্রকাশ করতে পারবে। সেই সঙ্গে মাঝে মাঝে...