২০১৬ সালে জনান চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর হানিয়া আমির অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় টেলিভিশন নাটক ও ওয়েব কনটেন্টে।তার অভিনীত ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ এবং ‘কাভি মে কাভি তুম’ নাটকগুলো দুই বাংলার দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। রোমান্টিক, কমেডি কিংবা চরিত্রনির্ভর যেকোনো ধরনের ভূমিকায় সাবলীল এই অভিনেত্রী তার স্টাইল, হাসি ও ব্যক্তিত্বের জন্যও পরিচিত। বিশেষ করে বাংলাদেশের...