প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এস এন তরুণ দে বলেন, ‘আপনি (প্রধান উপদেষ্টা) দায়িত্বে থাকাকালীন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছেন। আমরা লক্ষ্য করেছি, গত এক বছর ধরে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর মিথ্যা কথা, ফেইক নিউজ ছড়ানো হচ্ছে। আপনার নেতৃত্বে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের কল্যাণ হবে আমরা সেটাই কামনা করি।’ হিন্দু ধর্মীয় নেতারা দুর্গাপূজায় প্রধান উপদেষ্টাকে মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণও জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সঙ্গে...