ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে।সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পূর্ব-রাজাবাজারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেরেবাংলা নগর ও তেজগাঁও থানা মহিলা দলের যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।তিনি বলেন, দেশকে অস্থিতিশীলতা থেকে রক্ষা করতে হলে গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনা ছাড়া কোনো বিকল্প নেই। আর সে পথ হলো আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়া। ধানের শীষে ভোটের মাধ্যমে দেশে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে; তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে।সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মো. ইউসুফ ও মো. শাহ আলম এবং...