সামনের বিসিবি নির্বাচনকে ঘিরে নানা সমীকরণ চলছে বাংলাদেশের ক্রিকেটে। সেখানে এবার সরব হলো ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বিসিবি নির্বাচনে ক্রিকেটারদের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে কাছে চিঠি দিয়েছে সংগঠনটি। দীর্ঘদিনের অপেক্ষা পেরিয়ে উৎসবমুখর পরিবেশে কোয়াবের নির্বাচনের পর নতুন কমিটি দায়িত্ব নিয়েছে কদিন আগে। বিসিবি প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতও করেছে তারা। ক্রিকেটারদের অধিকার রক্ষায় নতুন কমিটির প্রথম দৃশ্যমান ভূমিকা এই চিঠি। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, “বিসিবির গঠনতন্ত্র ও নির্বাচনি নির্দেশনা অনুযায়ী সামনের বিসিবি নির্বাচনে ক্যাটেগরি ৩-এর (৫ সাবেক জাতীয় অধিনায়ক ও ১০ সাবেক জাতীয় ক্রিকেটার কাউন্সিলর) প্রতিনিধি আমরা আনুষ্ঠানিকভাবে মনোনিত করতে চাই। কোয়াব বিশ্বাস করে, বিসিবির শাসন কাঠামোর ভেতর ক্রিকেটারদের কণ্ঠস্বরকে ন্যায্যতা ও দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের...