রাজধানীর কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায় এবং মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারের দাবিতে এবার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা। আগামী ১০ দিনের মধ্যে এ দুই দাবি মানা না হলে আগামী ২৮ সেপ্টেম্বর এ কর্মসূচি পালন করবে তারা।সোমবার (১৫ সেপ্টেম্বর) দাবি আদায়ে বিভিন্ন জায়গায় স্মারকলিপি প্রদান শেষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. আব্দুর রহিম এই কর্মসূচি ঘোষণা করেন। রাতে আন্দোলনকারীদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।দুই দফা দাবিতে গত ৯ আগস্ট থেকে টানা ৩৮ দিন যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা। এরই ধারাবাহিকতায় আজ (সোমবার) জাতীয় প্রেস ক্লাব, দোয়েল চত্বর, বিজয়নগর পানির ট্যাংকি ও রায়সা বাজার মোড় থেকে মিছিল নিয়ে পর্যায়ক্রমে দুর্নীতি দমন...