দায়িত্ব নেয়ার পর থেকে রুবেন আমোরিম ম্যানচেস্টার ইউনাইটেডের সুদিন ফেরাবেন কি, তলানীতে যাওয়াই ঠেকাতে পারছেন না। ম্যানইউর কোচদের ইতিহাসে (স্যার অ্যালেক্স ফার্গুসন থেকে শুরু করে) সবচেয়ে বাজে অবস্থা রুবেন আমোরিমের আমলে। সর্বশেষ ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে ম্যানইউ। সবচেয়ে বড় কথা, ম্যানসিটির সামনে দাঁড়াতেই পারেনি ম্যানইউর ফুটবলাররা। ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ওয়েইন রুনি ও গ্যারি নেভিল রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলের পরাজয়ের পর কোচ রুবেন আমোরিমের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ওই পরাজয়ের ফলে ইউনাইটেড চার ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে ১৪তম স্থানে রয়েছে। এর আগে লিগ কাপের দ্বিতীয় রাউন্ডে গ্রিমসবির কাছে লজ্জাজনকভাবে হেরে বিদায় নিয়েছে তারা। রুনি তার বিবিসি পডকাস্ট ‘দ্য ওয়েইন রুনি শো’-তে বলেন, ‘আমি যতটা সম্ভব ইতিবাচকভাবে ম্যানেজার ও খেলোয়াড়দের পাশে থাকতে চাই;...