‘মিয়ানমারের রাখাইনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ইয়াবা ব্যবসায় জড়িত। যার কারণে সম্প্রতি ইয়াবা ব্যবসা বেড়েছে। তদের (আরাকান আর্মির) সহায়তায় ইয়াবা-আইসের বড় বড় চালান বাংলাদেশে ঢুকছে। রোহিঙ্গা ও স্থানীয়রা ওপারে গিয়ে মাদকের চালান এপারে নিয়ে আসছে।’ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কক্সবাজারের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কক্সবাজারের রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ এ কথা বলেন। মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বিষয় এমন না যে আরাকান আর্মি এসে এপারে ইয়াবা (মাদক) দিয়ে যাচ্ছে। যারা দেশের ভালো চায় না, তারা কিছু মাদক কারবারিরা সেখান থেকে মাদক নিয়ে আসছে। বিশেষ করে মিয়ানমার থেকে আসা মাদক-অস্ত্র রোহিঙ্গা ক্যাম্পে ঢুকছে। এটি আমাদের জন্য চিন্তার বিষয়। তাছাড়া সাগর পথে বেড়েছে মাদকের বড় বড় চালান। তাই মাদক বন্ধে আমাদের সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’ তিনি...