ভারতীয় পণ্যের রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পর ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন চলছে। আগামীকাল মঙ্গলবার বাণিজ্যবিষয়ক বৈঠকে বসার কথা রয়েছে দেশ দুটির। তার আগেই ভারতকে কঠোর হুঁশিয়ার দিয়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।যুক্তরাষ্ট্রে উৎপাদিত ভুট্টা কিনতে অস্বীকৃতি জানায় ভারত। এ কারণে নয়াদিল্লি মার্কিন বাজারে প্রবেশাধিকার হারাতে পারে বলে জানিয়েছেন তিনি। অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন হাওয়ার্ড লুটনিক।মার্কিন বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত গর্ব করে যে তাদের ১ দশমিক ৪ বিলিয়ন মানুষ আছে। ১ দশমিক ৪ বিলিয়ন মানুষ কেন তাহলে এক বুশেল (৮ গ্যালনের সমান ধারণক্ষমতার একটি পরিমাপ) মার্কিন ভুট্টা কিনবে না? এটা কি বিরক্তিকর নয় যে তারা আমাদের কাছে সবকিছু বিক্রি করে, কিন্তু আমাদের কাছ থেকে ভুট্টা কিনবে না? তারা সবকিছুর ওপর শুল্ক আরোপ করে।লুটনিক বলেন, ডোনাল্ড ট্রাম্প...