এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো ও সাজঘরের দরজা বন্ধ করার প্রতিবাদে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সরকারিভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এ বিষয়ে কিছু না জানালেও ‘হিন্দুস্তান টাইমস’ এই দাবি করেছে। খবরে বলা হয়, হোয়াটসঅ্যাপে এ খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে বলা হয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমা সরকারিভাবে ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পিসিবির মতে, ভারত যা করেছে তা খেলোয়াড়ি মানসিকতার পরিপন্থী। এই ঘটনা ভালোভাবে নিচ্ছে না পাক বোর্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।’ এর আগে পাক বোর্ডই জানিয়েছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট দু’দলের অধিনায়ক ও ক্রিকেটারদের হাত মেলাতে নিষেধ করেছিলেন। ম্যাচের কোনো ঘটনা নিয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ম্যাচ রেফারির রিপোর্ট গুরুত্বপূর্ণ। খেলা শুরুর আগে টসের...