১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পিএম এশিয়া কাপে ওমানের বিপক্ষে ম্যাচে দারুণ এক রেকর্ড ধরা দিয়েছে মোহাম্মাদ ওয়াসিমের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বলের হিসাবে দ্রুততম তিন হাজার রানের রেকর্ড এখন সংযুক্ত আরব আমিরাত অধিনায়কের। আবু ধাবিতে সোমবারের ম্যাচে এই মাইলফলকে যেতে ওয়াসিমের প্রয়োজন ছিল ৫৯ রান। ৩১ বছর বয়সী ওপেনার খেলেন ৬৯ রানের ইনিংস। তিন হাজার রান পূর্ণ করতে তার লাগল ১ হাজার ৯৪৭ বল। রেকর্ডটি এতদিন ছিল ইংলিশ তারকা জস বাটলারের। তার লেগেছিল ২ হাজার ৬৮ বল। ২ হাজার ৭৭ বল লেগেছিল অ্যারন ফিঞ্চের। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জন্ম ও পরে আমিরাতে পাড়ি জমানো ওয়াসিম ইনিংসের হিসাবে এই মাইলফলকে তৃতীয় দ্রুততম। তার লাগল ৮৪ ইনিংস। সবচেয়ে কম ৭৯ ইনিংস লেগেছিল পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের। বাবর আজম ও...