১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণে দ্বিতীয় দিনে প্রার্থীদের ভীড় ছিল চোখের পড়ার মতো। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে সর্বমোট ১৪১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও ইসলামী ছাত্রশিবির এখনও মনোনয়ন ফরম সংগ্রহ করে নি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম নিলেও কোনো প্যানেল ঘোষণা করা হয়নি। চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল দিতে মঙ্গলবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ক্যাম্পাসে আসছেন। নাছিরের উপস্থিতিতে ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় মনোনয়ন ফরম বিতরণ শেষ হয়। দ্বিতীয় দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে সর্বমোট ১৪১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিকাল পৌনে ৫ টার দিকে...