১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম ফের ভারতের বাণিজ্য নীতির তীব্র সমালোচনা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। তিনি জানিয়েছেন, ভারত যদি তাদের পণ্যের উপরে শুল্ক না কমায়, তাহলে আমেরিকার সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্ক টিকিয়ে রাখা বেশ কঠিন হবে। শুধু তাই নয়, মার্কিন ভুট্টা আমদানি না করার জন্য তিনি ভারতকে সরাসরি আক্রমণ করেছেন। হাওয়ার্ড লুটনিকের কথায়, ‘ভারত গর্ব করে বলে যে তাদের জনসংখ্যা ১৪০ কোটি। তাহলে এই ১৪০ কোটি মানুষ কেন আমেরিকার থেকে ভুট্টা কিনবে না? এটা কি আপনাদের কাছে ভুল মনে হয় না যে তারা আমাদের কাছে সবকিছু বিক্রি করে, কিন্তু আমাদের থেকে ভুট্টা কেনে না? ভারত সবকিছুতেই শুল্ক বসায়।’ লুটনিক বর্তমান বাণিজ্যিক সম্পর্ককে ‘একতরফা’ বলে বর্ণনা করেছেন। তিনি মনে করেন, ভারত...