এশিয়া কাপের সেরা দলগুলো একটি হলেও এখনও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। তিনবার ফাইনালে উঠলেও শিরোপা উচিয়ে ধরতে পারেনি টাইগাররা। আর এই বিষয়টি নিয়ে অবাক হয়েছেন আফগানিস্তান কোচ জনাথন ট্রট।আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তার দল। এই ম্যাচে হারলে বিদায় নিশ্চিত বাংলাদেশের। এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি।এ সময় টাইগার অবস্থান নিয়ে ট্রাট বলেন, হ্যাঁ অবশ্যই (তাদের জন্য বাঁচা-মরার লড়াই)। তবে আপনি যদি ইতিহাস দেখেন, তারা কয়েক বার এই টুর্নামেন্ট জিতেছে, এশিয়া কাপ।উত্তরের মাঝেই প্রশ্নকর্তা তাৎক্ষণিক ট্রটের ভুল শুধরে দিয়ে বলেন, বাংলাদেশ ফাইনাল খেলেছে শুধু। কখনও চ্যাম্পিয়ন হয়নি। তখনই মূলত বিস্ময় প্রকাশ করেন ট্রট।তিনি বলেন, শুধু ফাইনাল খেলেছে! কখনও চ্যাম্পিয়ন হয়নি? আমার মনে হয়, তারা পঞ্চাশ ওভারের (ওয়ানডে) এশিয়া কাপ জিতেছে। আপনি কি নিশ্চিত? আপনি কি আবার চেক...