নতুন মাদক ‘এমডিএমএ’ বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই শিক্ষার্থী থাকার তথ্যও দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তর বলছে, চক্রটি ঢাকায় ডিজে পার্টিসহ বিভিন্ন অভিজাত এলাকায় মাদক সরবরাহ করে। সম্প্রতি যুক্তরাজ্য থেকে ডাকযোগে আসা এমডিএমএর (মেথালাইন ডিঅক্সি মেথাএমফিটামিন) একটি চালানসহ একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধরা হয় বাকি চারজনকে। এসব বিষয়ে সোমবার সংবাদ সম্মেলনে এসে বিস্তারিত তুলে ধরেন অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সৈয়দ শাইয়ান আহমেদ (২৪) কানাডিয়ান ইউনিভার্সিটির এবং আসিফ মাহবুব চৌধুরি (২৪) নর্থ সাউথ বিশ্ববদ্যালয়ের শিক্ষার্থী। বাকি তিনজন হলেন- মো. জুবায়ের (২৮), জিএম প্রথিত সামস (২৫) ও অপূর্ব রায় (২৬)। এদের মধ্যে দুজন ইংরেজি মিডিয়াম স্কুল থেকে, অন্যজন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া...