নরসিংদীতে হেযবুত তওহীদের উদ্যোগে ‘চলমান সংকট নিরসনে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই’ শীর্ষক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় নরসিংদী শিশু একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে নরসিংদী জেলা হেযবুত তওহীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, ‘আল্লাহর বিধান ত্যাগ করে মানুষের তৈরি বিধান মেনে নেওয়ার কারণেই আজ আমরা মহাসংকটে নিমজ্জিত। তাই মানবরচিত সমস্ত তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আল্লাহর হকুম অনুযায়ী তওহীদভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে। এজন্য আল্লাহ চাওয়া অনুযায়ী মোমেনদের জীবন-সম্পদ উৎসর্গ করতে হবে। ’ তিনি আরও বলেন, ‘১৯৭২ সালের সংবিধান ১৭ বার সংশোধিত হলেও তা জাতিকে শান্তি দিতে পারেনি, যা মানুষের তৈরি ব্যবস্থার অসম্পূর্ণতা ও ব্যর্থতারই প্রমাণ বহন করে। এর ফলস্বরূপ অবিচার, দুর্নীতি, হানাহানি...