১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম মহেশখালীতে বিরোধপূর্ণ জমিতে আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারি করতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ইট-পাটকেলের আঘাতে ৪ পুলিশ সদস্য আহত হন। পাশাপাশি পুলিশের হাত থেকে হ্যান্ডকাপ পরা অবস্থায় এক আসামিকে ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াই টার দিকে বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকায়। তবে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক। আদালতের জারিকৃত আদেশ থেকে জানা যায়, ফকিরাঘোনা এলাকার সিকান্দর বাদশার পুত্র এনামুল করিমের মালিকানাধীন জমি দখলের চেষ্টা চালায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি মৃত শাহাব উদ্দিনের ছেলে দিদারুল আলম বাদশা, তার ভাই আবদুল মালেক এবং মহেশখালী উপজেলা বঙ্গবন্ধু...