প্রতিবছর ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা আয়োজনের রীতি থাকলেও এবার তা এগিয়ে ডিসেম্বর কিংবা জানুয়ারিতে করার প্রস্তুতি নিচ্ছে আয়োজক প্রতিষ্ঠান—বাংলা একাডেমি। প্রকাশকরাও চাইছেন মেলা এগিয়ে আনা হোক; আবার কেউ কেউ প্রস্তাব করেছেন মাসব্যাপী না করে মেলা হোক ১৫ দিনের। বইমেলা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার প্রস্তুতি চলছে। ওই মাসে আইনশৃঙ্খলা বাহিনী বইমেলার নিরাপত্তায় বাড়তি মনোযোগ দিতে পারবে না। ফলে ফেব্রুয়ারির আগেই মেলা আয়োজনের ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষ একমত হয়েছে। প্রকাশকরা মনে করছেন, ফেব্রুয়ারির পরে বইমেলার ‘আমেজ’ থাকবে না। তখন আবহাওয়াও মেলার উপযোগী থাকবে না। আবার নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়াবে, তারও ঠিক নেই। ফলে বইমেলা ফেব্রুয়ারির আগেই আয়োজন হোক বলে প্রকাশক সমিতি লিখিত আকারে অভিমত জানিয়েছে। ওই চিঠির একটি কপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেখেছে। গত বৃহস্পতিবার...