জুলাই গণ-অভ্যুত্থানের সময় গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতাকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহ্ আলম মো. আক্তারুল ইসলাম। অধস্তন পুলিশ সদস্যদের আখতারুল ইসলাম বলেছিলেন, ‘সরকারি বেতন-রেশন খাস না, গুলি করবি না কেন?’ চানখাঁরপুল হত্যাকাণ্ডে আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য কনস্টেবল অজয় ঘোষ জবানবন্দিতে এডিসির কথাটি উল্লেখ করেন। অজয় গত বছরের ৫ আগস্ট আন্দোলন দমনে রাজধানীর চানখাঁরপুলে অন্যান্য পুলিশ সদস্যের সঙ্গে ডিউটি করছিলেন। তবে তিনি সিনিয়রদের নির্দেশ উপেক্ষা করে গুলি করতে অপরাগতা প্রকাশ করেন। একপর্যায়ে তার হাতে থাকা চাইনিজ রাইফেল ও ৪০ রাউন্ড গুলি কেড়ে নিয়ে কনস্টেবল সুজনকে দেন এডিসি আক্তারুল। এ সময় কনস্টেবল সুজন, ইমাজ, নাসিরুল-ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে ৬-৭ জন আন্দোলনকারী গুলিবিদ্ধ...