শারদীয় দুর্গাপূজা সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হিন্দু ধর্মীয় নেতারা।সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে তারা জানিয়েছেন।সাক্ষাতে হিন্দু ধর্মীয় নেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর এক হাজারের বেশি পূজামণ্ডপ বেড়েছে। সারাদেশে পূজামণ্ডপ প্রস্তুতের কাজ পুরোদমে এগিয়ে চলছে। তারা প্রধান উপদেষ্টাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান এবং আসন্ন দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য সার্বিক সহযোগিতা কামনা করেন। এ ছাড়া আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং নির্বাচন ঘিরে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন যাতে কোনো আতঙ্কজনক পরিস্থিতির সম্মুখীন না হয়, সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও অনুরোধ জানান।জানা গেছে, সাক্ষাতে প্রধান উপদেষ্টা হিন্দু...