রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১,২৩৩ জন। তবে মনোনয়ন যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকায় আছেন ৯০৩ জন। রাকসুর ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিক প্রচারণায় মাঠে নেমেছে ছাত্রদল ও ছাত্রশিবিরসহ বেশ কয়েকটি প্যানেল।নির্বাচন কমিশনের তথ্যমতে, আসন্ন রাকসু নির্বাচনে চূড়ান্ত ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন এবং প্রার্থী সংখ্যা ৯০৩ জন। গড়ে প্রতি ৩২ জন শিক্ষার্থীর বিপরীতে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।সোমবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রার্থীদের প্রচারণা চালাতে দেখা গেছে।রাকসু নির্বাচন : আচরণবিধি লঙ্ঘন করে ছাত্রদলের জিএস প্রার্থীর প্রচারণাএ সময় প্রার্থীরা জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) ব্যালট নম্বর পাওয়ার পর...