হ্যান্ডবলে প্রথমবারের মতো চালু হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক খেলা। আগামী ১৮ সেপ্টেম্বর পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী স্টেডিয়ামে শুরু হচ্ছে পোলার আইসক্রিম ২৯তম স্কুল হ্যান্ডবল। প্রতিযোগিতায় বালক ও বালিকা দুই বিভাগে অংশ নেবে ২৬টি স্কুল। এর মধ্যে প্লেট পর্বের বালক বিভাগে চার গ্রুপে অংশ নেবে ১৬টি দল। বালক ও বালিকা উভয় বিভাগে কয়েক ধাপ পেরিয়ে চারটি দল সুপার ফোরে খেলবে। সেই সুপার ফোরের চার দল একে অন্যের স্কুলে গিয়ে খেলবে। অনেকটা ফুটবলের হোম অ্যান্ড অ্যাওয়ের আদলে। এ নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘শীর্ষ স্কুলগুলোর হ্যান্ডবল খেলার ব্যবস্থা রয়েছে। যে স্কুলের নেই বা স্বাগতিক হতে পারবে না তারা ফেডারেশনের কোর্ট ব্যবহার করবে। স্কুলগুলোতে হ্যান্ডবল আরও জনপ্রিয় ও আকর্ষণীয় করতে আমাদের এই...