প্রথমবার এশিয়া কাপের শিরোপা ঘরে তোলার স্বপ্ন নিয়ে আরব আমিরাতের বিমান ধরেছিল বাংলাদেশ। কিন্তু বর্তমান বাস্তবতা ঠিক উল্টো। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এখন সুপার ফোরে খেলাই এক কঠিন চ্যালেঞ্জ লিটন দাসের দলের সামনে। সেই লক্ষ্য পূরণে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। বাঁচা-মরার সেই ম্যাচে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাঠে নামবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি দেখা যাবে নাগরিক টিভি আর টি-স্পোর্টসে। অনলাইনে টফি আর ট্যাপম্যাড অ্যাপে। হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাজেভাবে হারে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপ অব ডেথ হিসেবে পরিচিত ‘বি’ গ্রুপে সুপার ফোরের লড়াই এখন জমে উঠেছে। সেটা অবশ্য নির্ভর করছে বাংলাদেশের ওপর। যদি লিটন-মুস্তাফিজরা আফগানদের হারাতে পারে তাহলে সেই লড়াই...