জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, বিশেষ কিছু মহল থেকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয়, সে জন্য তৎপরতা শুরু করেছে। ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর গণতান্ত্রিক ধারায় উত্তরণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি কেউ বাধাগ্রস্ত করতে চাইলে জনগণই তা প্রতিহত করবে।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ফেনীর সোনাগাজী উপজেলা সদরে বিভিন্ন শ্রেণিপেশা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।স্বপন আরও বলেন, সংস্কার একটি গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আরও একটি প্রয়োজনীয় ধাপ। যেটি নির্বাচনের আগেই শেষ করতে হবে। কিন্তু এসবের বাস্তবায়ন কী প্রক্রিয়ায় হবে, তা চূড়ান্ত না করলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়।এ সময় উপস্থিত ছিলেন- জেলা জেএসডির সভাপতি হীরা লাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুদ্দিন উদ্দিন মজুমদার...