•বৈঠক করেও ব্যবসায়ীদের অনুরোধ তোয়াক্কা না করার অভিযোগ•বেশি মাশুল বাড়ানো হয়েছে কনটেইনার পরিবহনে•রপ্তানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের সব ধরনের সেবায় মাশুল বাড়িয়ে গেজেট প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের সেবায় গড়ে ৪১ শতাংশ মাশুল বাড়ানো হয়েছে। এর মধ্যে কনটেইনার পরিবহনে মাশুল বেড়েছে ৩৭ শতাংশ। বর্ধিত এ মাশুল রপ্তানিমুখী তৈরি পোশাকখাতের জন্য ‘অশনিসংকেত’ বলছেন এ শিল্পের উদ্যোক্তারা। পোশাক শিল্প মালিকরা বাড়তি মাশুলের জন্য দুষছেন বন্দর কর্তৃপক্ষকে। প্রস্তাবিত ট্যারিফ নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে ব্যবসায়ীদের দেওয়া পরামর্শ তোয়াক্কা করা হয়নি বলে অভিযোগ করেন রপ্তানিকারক ব্যবসায়ীরা। রোববার (১৪ সেপ্টেম্বর) বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান সই করা এক প্রজ্ঞাপনে এ গেজেট প্রকাশিত হয়। ঘোষিত গেজেট অনুযায়ী সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে নতুন মাশুল কার্যকর হয়েছে। বন্দরেরর বড় অংশের কাজ কনটেইনার পরিবহন। মাশুলও বেশি...