দক্ষিণ কোরিয়ার ইঞ্চিওন শহরে অনুষ্ঠিত এশিয়ান কংগ্রেস অব আর্কিটেক্টসে বাংলাদেশি স্থপতি এনামুল করিম নির্ঝর অর্জন করেছেন আন্তর্জাতিক স্বর্ণপদক। মর্যাদাপূর্ণ ‘আর্কেশিয়া অ্যাওয়ার্ড ২০২৫’-এ বসবাড়ি বিভাগে স্বর্ণপদক জিতেছেন তিনি। এই স্বীকৃতি এসেছে তার নকশা করা স্থাপত্য প্রকল্প ‘চাবি’-র জন্য। প্রকল্পটি ঢাকার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিরাবো বাজার সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে ৩.৯ বিঘা জমিতে নির্মিত একটি বিকল্প আবাসিক ভবন। প্রকল্পটি একটি একক পরিবারের জন্য নির্মিত বিকল্প বাড়ি, যেখানে প্রকৃতি, আলো-বাতাস আর আধুনিক স্থাপত্য মিলেমিশে এক নান্দনিক সৌন্দর্যের রূপ হয়ে উঠেছে। স্থপতি নির্ঝর বলেন, ‘প্রকল্পটি মূলত মানসিক ও মানবিক স্থাপত্য নকশা চর্চা প্রক্রিয়ার নতুন উদ্যোগ। যেখানে পরিসর, অনুভূতি, প্রকৃতি ও পরিস্থিতির সঙ্গে এক ধরনের সমীকরণ গড়ার চেষ্টা করা হয়েছে। উদ্ভাবনীমূলক এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের স্থাপত্য দর্শককে...