টিকটকের মালিকানা প্রতিষ্ঠান হচ্ছে চীনভিত্তিক বাইটড্যান্স। মালিকানা হস্তান্তরের বিষয়ে মার্কিন শর্ত মেনে না নিলে ১৭ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে অ্যাপটির কার্যক্রম বন্ধ হওয়ার কথা রয়েছে। তবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, চুক্তি চূড়ান্ত করার জন্য প্রয়োজনে সময়সীমা বৃদ্ধি হতে পারে। স্পেনের রাজধানী মাদ্রিদে দুই দিনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেসেন্ট বলেন, চুক্তির বাণিজ্যিক শর্ত নিয়ে আমরা মন্তব্য করতে চাচ্ছি না। এটি দুটি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যকার বিষয়। তবে তাদের মধ্যে সমঝোতা হয়েছে। মাদ্রিদের ঐতিহাসিক পালাসিও দে সান্তা ক্রুজ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠক ছিল গত চার মাসে হওয়া চতুর্থ দফার বৈঠক, যেখানে মূল আলোচ্য ছিল টিকটকের মালিকানা ইস্যু ও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক। সোমবার ট্রাম্প টিকটক চুক্তিকে খুবই সফল হিসেবে বর্ণনা করেন। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, যুক্তরাষ্ট্র ও...