জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও রাজধানীর বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকা থেকে অবৈধ বাস-লেগুনা স্ট্যান্ড এবং ফুটপাত দখল উচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে তর্ক-সমালোচনা চলমান। এই বিষয়ে জবি শিক্ষক সমিতি নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। রবিবার জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক সমিতির দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে, ৮ জানুয়ারি ২০২৫ প্রশাসনের কাছে এ সমস্যা সমাধানের জন্য দাবি জানানো হয়েছিল। পরবর্তীতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ এবং বাস মালিক সমিতিসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও কার্যকর সমাধান আসতে পারেনি।আরো পড়ুন:জবির সংলগ্ন অবৈধ দোকান–বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে সমাবেশগবেষণাকে আন্তর্জাতিক মানে নিতে অভিনব চিন্তা জরুরি: জবি উপাচার্য জবির সংলগ্ন অবৈধ দোকান–বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে সমাবেশ গবেষণাকে আন্তর্জাতিক মানে নিতে অভিনব...