বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ২০১৬ সালে সাত মাসের জন্য গুম ছিলাম। অনেকেই ভেবেছিল ভালো লাইনঘাট করে বের হয়েছি; কিন্তু দেশের ইতিহাসে এমন নজির নেই। মানুষের দোয়ার কারণে আমি বেঁচে ফিরেছি। রাঙ্গুনিয়ার মানুষ আমার বাবার জন্য লড়াই করেছিলেন। আমি এই ঋণ শোধ করতে মাঠে নেমেছি। আমার ভোট নয়, দোয়া দরকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের এম শাহ আলম চৌধুরী স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। হুম্মাম কাদের চৌধুরী বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন মঞ্চে দাঁড়িয়ে থাকা নেতাদের দ্বারা সম্ভব নয়। জনগণের মতামত, পরিশ্রম, সহযোগিতা ও দোয়া ছাড়া একটি দফাও বাস্তবায়ন সম্ভব নয়। রাঙ্গুনিয়ায় বিএনপির মধ্যে বিভাজনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সত্যিকার অর্থে রাঙ্গুনিয়ায়...