বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের পর থেকেই চলছে ক্যাটরিনার গর্ভধারণ নিয়ে নানান জল্পনা। আবারও নতুন করে গুঞ্জন শুরু হয়েছে যে, প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন ক্যাটরিনা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দম্পতির ঘরে এ বছরের অক্টোবর–নভেম্বরের মধ্যে নতুন অতিথি আসতে পারে। তবে এ বিষয়ে এখনো দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দীর্ঘদিন ধরেই এ নিয়ে আলোচনা চললেও ক্যাটরিনা ও ভিকি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি। ক্যাটরিনা সম্প্রতি আলোচনার বাইরে রয়েছেন এবং গণমাধ্যমের সামনে আসছেন না। এক ভক্ত তাকে আলিবাগ যাওয়ার পথে নৌকায় ওঠার সময় হালকা সাদা ঢিলেঢালা পোশাকে দেখতে পান। অনেকেই ধারণা করেন, তিনি ইচ্ছাকৃতভাবে ঢিলেঢালা পোশাক পরেছেন বেবি বাম্প আড়াল করার জন্য। ওই সময় ভিকি কৌশলও সঙ্গে ছিলেন, তবে...