হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ক্যান্সারে আক্রান্ত মাওলানা এনামুল হাসান ফারুকীর চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় এক সৌজন্য সাক্ষাতে তারেক রহমানের পক্ষ থেকে তাকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাওলানা ফারুকীর সাথে সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, আলেম সমাজ দেশের ধর্মপ্রাণ মানুষের আস্থা ও ঐক্যের প্রতীক, তাই তাদের জন্য যেকোনো মানবিক সহায়তা বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত রাখবে। এদিকে, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পক্ষ থেকে মাওলানা এনামুল হাসান ফারুকী’র প্রতি আন্তরিক সহমর্মিতার বার্তা পৌঁছে...