ম্যানচেস্টার ইউনাইটেডের খেলায় উন্নতির কোনো ছাপ দেখছেন না ওয়েইন রুনি। বরং হুবেন অ্যামুরির কোচিংয়ে তার প্রিয় ক্লাব আরও অবনতির দিকে যাচ্ছে বলে মনে করছেন ইউনাইটেডের সাবেক অধিনায়ক ও সর্বোচ্চ গোলদাতা। ইতিহাদ স্টেডিয়ামে রোববার ম্যানচেস্টার ডার্বিতে সিটির বিপক্ষে ৩-০ গোলে হারে ইউনাইটেড। এই হারের পর অ্যামুরির ওপর চাপ বেড়েছে আরও। এরিক টেন হাগকে ছাঁটাই গত ১ নভেম্বর অ্যামুরিকে কোচ করে আনে ইউনাইটেড। কিন্তু ১০ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও দলকে কক্ষপথে ফেরানোর খুব একটা আভাস দিতে পারেননি তিনি। সবশেষ ম্যাচ তার দলের বাজে পারফরম্যান্সের আরেকটি উদাহরণ। ছন্দ খুঁজে ফেরা ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের ম্যাচে শেষ বাঁশি বাজার অনেক আগেই ইউনাইটেডের অনেক সমর্থক গ্যালারি ছাড়েন। বিবিসির ‘দা ওয়েন রুনি শো’-তে সাবেক এই অধিনায়ক সমালোচনা করলেন কোচ অ্যামুরির। “কোচ ও খেলোয়াড়দের আমি যতটা...