এবার তিন ট্রিলিয়ন ডলারের বাজার মূল্যে পৌঁছানো চতুর্থ কোম্পানি হল মার্কিন সার্চ জায়ান্ট গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট। সোমবার সার্চ জায়ান্টটির শেয়ার চার শতাংশের বেশি বেড়ে যায়, যা কোম্পানিটিকে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে যেখানে আগে কেবল এনভিডিয়া, মাইক্রোসফট ও অ্যাপল ছিল বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি। সেপ্টেম্বরের শুরুতে একজন বিচারকের দেওয়া অ্যান্টিট্রাস্ট রায়ে জয় পাওয়ায় অ্যালফাবেটের শেয়ার দামে বড় উত্থান ঘটে। এ মামলায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ চেয়েছিল গুগল যেন নিজেদের ক্রোম ব্রাউজার বিক্রি করতে বাধ্য হয়। এর আগে যুক্তরাষ্ট্রের এক ডিস্ট্রিক্ট আদালত রায় দিয়েছিল, সার্চ ও এ সংশ্লিষ্ট বিজ্ঞাপন খাতে অবৈধভাবে একচেটিয়া ক্ষমতা ব্যবহার করেছে গুগল। তবে সাম্প্রতিক রায়ে কোম্পানিটির ওপর শাস্তি বিনিয়োগকারীদের শঙ্কার চেয়ে হালকা হওয়ায় শেয়ারদামে ইতিবাচক প্রভাব পড়েছে বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি। গুগলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের...