চলমান ইসরায়েলি গণহত্যার মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৪৫ জন শিশুসহ ৪২৫ জন ফিলিস্তিনি ক্ষুধায় মারা গেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। চলমান ইসরায়েলি গণহত্যার মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৪৫ জন শিশুসহ ৪২৫ জন ফিলিস্তিনি ক্ষুধায় মারা গেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত একদিনেই গাজায় অনাহারে ৩ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে উপত্যকাজুড়ে ইসরায়েলি গণহত্যা যুদ্ধে মোট মৃতের সংখ্যা ৬৪ হাজার ৯০৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ১ লাখ ৬৪ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। বিশ্লেষকরা আগে থেকেই দুর্ভিক্ষের কথা বলে আসলেও গত ২২ আগস্ট জাতিসংঘ-সমর্থিত খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ ব্যবস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)-এর বিশেষজ্ঞরা প্রথমবারের মতো গাজার পরিস্থিতিকে 'দুর্ভিক্ষ' হিসেবে শ্রেণীবদ্ধ করে। একই...