অনলাইনে প্রতারণার মাধ্যমে প্রায় ৪৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। রোববার রাতে ঢাকার বাড্ডা ও সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার পারঝনঝনিয়া গ্রামের মৃত রুস্তম আলী শেখের ছেলে আলাউদ্দিন শেখ, সাভারের ঘাসমহল গ্রামের কামরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের মৃত শাহাজানের ছেলে এনামুল হক। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার মৃত আলমের ছেলে জাহাঙ্গীর আলম অনলাইনে চাকরির প্রলোভনে প্রতারণার শিকার হন। টেলিগ্রাম অ্যাপে যোগাযোগের মাধ্যমে তাকে বিভিন্ন সময়ে জামানত বাবদ টাকা দিতে বলা হয়। প্রথমে১০হাজার টাকা পাঠানোর পর প্রতারক চক্র কিছু অর্থ ফেরত দিয়ে তার বিশ্বাস অর্জন করে। পরে ধাপে ধাপে নগদ, বিকাশ, সিটি ব্যাংক...