খবর টি পড়েছেন :৪৯শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর তার চুরি করতে গিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের ৯ জন কর্মীকে আটক করেছে পুলিশ। ১৪ সেপ্টেম্বর রবিবার বিকেলে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হচ্ছে ফরহাদ (৩০), রফিকুল ইসলাম (৪৪), শাকিল (২০), রঞ্জু (২৫), মোবারক (৩৪), তৈয়ব আলী (৩২), সিয়াম হাসান (১৯), আব্দুস সাত্তার (৩০) ও মোফাজ্জল হোসেন (২২)।এর আগে, সকালে নালিতাবাড়ী শহরের কালিনগর বাইপাস এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাড়া নেওয়া ডিপো থেকে তাদের আটক করা হয়। এসময় দুই ড্রাম তার, একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করে পুলিশ।জানা গেছে, পিডিবি’র আওতায় উপজেলার বিভিন্নস্থানে বৈদ্যুতিক লাইনের কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান এমআরএম ইন্টারন্যাশনাল। ঢাকার পান্থপথে থাকা প্রতিষ্ঠানটির কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও বছরের শুরুতেই শেষ...