
সরাসরি থ্রোয়ে ওমানের শেষ ব্যাটসম্যানকে রান আউট করলেন মুহাম্মাদ ওয়াসিম। ম্যাচের শেষটা এর চেয়ে সুন্দর হয়তো আর হতে পারত না। ব্যাট হাতে চমৎকার ইনিংস খেলার পথে ওয়াসিম গড়লেন রেকর্ড। দারুণ অধিনায়কত্ব করলেন তিনি মাঠে। জয়-খরা কাটাল তার দল। এশিয়া কাপের ‘এ’ গ্রুপের ম্যাচটিতে সংযুক্ত আরব আমিরাতের জয় ৪২ রানে। আবু ধাবিতে সোমবার ১৭২ রানের পুঁজি গড়ে ওমানকে ১৩০ রানে গুটিয়ে দেয় তারা। টি-টোয়েন্টিতে টানা ছয় ম্যাচ হারের পর জয়ের দেখা পেল আরব আমিরাত। ওমান পেল টানা সপ্তম হারের তেতো স্বাদ। আসরে প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল ওমানের। একই সঙ্গে এই গ্রুপ থেকে সুপার ফোরের টিকেট নিশ্চিত হয়ে গেল ভারতের (৪ পয়েন্ট)। বাকি একটি জায়গার জন্য লড়াইটা হবে এখন পাকিস্তান (২ পয়েন্ট) ও আরব আমিরাতের...