
ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে ক্রিকেট মাঠে। এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। যা সহজে মানতে পারেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। সেই সঙ্গে এশিয়া কাপ বয়কটের হুমকি দিয়েছেন তিনি। রোববার (১৪ সেপ্টেম্বর) টসের সময় পাকিস্তান অধিনায়ক সালামান আলী ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে গেলে সাড়া দেননি তিনি। ম্যাচ হারের পাকিস্তানি ক্রিকেটাররা হাত মেলাতে এগিয়ে এলেও ভারতীয়রা কোনো সাড়া দেননি। বরং সূর্যকুমার যাদব ও শিভম দুবে মাঠ ছাড়ার পরপরই ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনার পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে ভারতীয় দলের বিরুদ্ধে অভিযোগ জানায় পাকিস্তান। কিন্তু একদিন পার হয়ে গেলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি তিনি। তাই এবার পাইক্রফটকেই প্রত্যাহারের জন্য আইসিসির কাছে অভিযোগ করেছে পিসিবি।...