এশিয়া কাপের ইতিহাসে নিজেদের প্রথম জয়ের দেখা পেল সংযুক্ত আরব আমিরাত। জুনায়েদ সিদ্দিকির বোলিং তাণ্ডবে ওমানের বিপক্ষে ঘরের মাঠে জয় তুলে নিয়েছে তারা। আগে চারবার এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলেও কখনও জয়ের স্বাদ পায়নি আমিরাত। তাদের জয়ে ৪ উইকেট নেন জুনায়েদ এবং ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন মুহাম্মদ ওয়াসিম। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে দুদলেরই দ্বিতীয় ম্যাচ ছিল এটি। ওমানের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটে নামে আমিরাত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রানের সংগ্রহ গড়ে। লক্ষ্যে নেমে ১৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে ওমান করে ১৩০ রান । ৪২ রানে জয় পায় আমিরাত। ওপেনিং জুটিতে ৬৬ বলে ৮৮ রানের সংগ্রহ আনেন আমিরাতের আলিসান শারাফু এবং ওয়াসিম। দশম ওভারে ৩৮ বলে ৫১ করে ফিরে যান...