এরপর অনশনরত শিক্ষার্থীদের উপাচার্যের বাসভবনে নেওয়া হলে উপাচার্য এসে তাদের সঙ্গে কথা বলেন এবং পরদিনই কমিটি গঠনের বিষয়ে আশ্বস্ত করে অনশন ভাঙান। এরপর ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ মন্ডলকে আহ্বায়ক এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসানকে সদস্য সচিব করে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে আট সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। তবে দেড় মাস পেরিয়ে গেলেও কমিটি কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক বলেন, আমরা খুব দ্রুত হাকসু নির্বাচন চাই। এর আগে আমাদের দুজন কর্মী অনশন করেছিলেন। খুব দ্রুতই তাদের নেতৃত্বে আমাদের আরও কর্মসূচি আসবে। পাশাপাশি দ্রুত নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্রশিবিরের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনাও আছে।তবে ছাত্র সংসদ আয়োজনের আগে প্রশাসনিক কাঠামোর...