ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার অংশ নিয়েছিলেন জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া একাধিক নেতা। তবে নির্বাচনে জয়ী হতে পারেননি কেউই; শীর্ষ তিনেও স্থান পাননি অনেকেই। অভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের একটি অংশ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ থেকে বের হয়ে ২৮ ফেব্রুয়ারি ‘জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’ নামে রাজনৈতিক দল গঠন করে। উপদেষ্টার পদ ছেড়ে দলের হাল ধরেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। আরেকটি অংশ ক্যাম্পাসে থেকে যান এবং ছাত্ররাজনীতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদারকে আহ্বায়ক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ আহসানকে সদস্য সচিব করে তারা ‘গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। সংগঠনটি মধ্যপন্থী রাজনীতি করবে বলে ঘোষণা দেয় এবং বিশ্ববিদ্যালয়ের হল ও একাডেমিক এলাকায় রাজনৈতিক কার্যকম পরিচালনা করবে...