শেখ ফজলে নূর তাপসসহ অন্য আওয়ামী লীগ নেতারা তৎকালীন বিডিআরের কিছু সদস্যের সঙ্গে ষড়যন্ত্র করে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের পরিস্থিতি তৈরি করেছিলেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দেওয়া জবানবন্দিতে এ কথা বলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ৪৬তম সাক্ষী হিসেবে এ জবানবন্দি দেন মাহমুদুর। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে মামুন এ মামলায় রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন। সোমবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর দুই আসামি হাসিনা ও আসাদুজ্জামান পলাতক। ট্রাইব্যুনালে মাহমুদুর বলেন, জুলাই বিপ্লবে বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম এক ফ্যাসিস্ট শাসকের পতন হয়েছে। এ ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছিল ‘ম্যাটিকুলাস প্ল্যানিংয়ের’ মাধ্যমে। সেই...