বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ডাকা দুই দিনের আধাবেলা হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সোমবার বিকালে সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। হরতালের পরিবর্তে কমিটি আগামী মঙ্গল ও বুধবার সব উপজেলা নির্বাচন কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে। এম এ সালাম বলেন, “মঙ্গল ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের কর্মসূচি ছিল। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসবের ভোগান্তি কমাতে দুইদিনের ঘোষিত...